Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

উপজেলা উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত হলেন আব্দুল হান্নান উরফি মিয়া




খ্যাতিমান সমাজসেবক বিশ্বনাথের টেংরার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরফি মিয়াকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত করা হয়েছে। 

সম্প্রতি ক্লাবের এক বিশেষ বৈঠকে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে আজীবন দাতা সদস্য হিসাবে  মনোনীত করা হয়। তিনি ১৯৫৮ ইংরেজীতে বিশ্বনাথের টেংরায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।


তাঁর পিতা - মৃত সামছুল হক ও মাতা খাবিরুন নেছা, পিতা সামছুল হক ছিলেন এক সুনামধন্য সালিস ব্যক্তিত্ব। ১৯৬১ সালে সামছুল হক ইন্তেকাল করেন। আব্দুল হান্নান উরফি মিয়ার মাতা খাবিরুন নেছা ইন্তেকাল করেন ২০০৪ ইংরেজী ৩১ অক্টোবর ভোরে।


তাঁর ৫ ভাই ও ২ বোন। বড় ভাই মরহুম একলাছুল হক কালাই মিয়া 

তিনি ১৯৮৪ সালে  বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিতন হন। 


দ্বিতীয় ভাই, মরহুম আব্দুল হক মালাই মিয়া তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী করতেন।


তৃতীয় ভাই - রজিউর রহমান সুফি মিয়া তিনি টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসাবে রয়েছেন এবং কনিষ্ঠ ভাই জিল্লুল হক মুহিদ মিয়া তিনি টেংরা প্রগতি যুব  সংঘের সভাপতি ছিলেন। 


আব্দুল হান্নান উরফি মিয়া ১৯৭০ সালে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে লেখাপড়া অবস্হায় যুক্তরাজ্যে গমণ করেন স্হায়ী ভাবে। 


১৯৭১ সালে  বাংলাদেশ স্বাধীনের পক্ষে ১৯৭০

সালে যুক্তরাজ্যে গমণের পূর্ব পর্যন্ত তিনি  এলাকাতে  একাদিক মিছিল মিটিংকে এই ১২ বছর বয়সেও তিনি যোগদান করেছিলেন। অন্যদিকে ৭০ সালে  প্রবাসী গমণের  পরও দেশ স্বাধীনের পক্ষে তিনি নানান ভাবে স্বরব ছিলেন বলে জানাগেছে।


জানাগেছে, ১৯৭০ সালে  যুক্তরাজ্যে যাওয়ার পর  তিনি রেষ্টুরেন্টের  কাজে যোগদান করেন পাশাপাশি ইংরেজী ভাষাকে শিক্ষার জন্য প্রাইভেট  বাংলাদেশী একজন শিক্ষিত মহিলার কাছে নিয়মিত ক্লাশ করতেন।  ফলে তিনি ইংরেজী ভাষাকে অতি সহজে আয়ত্ম করেন। বর্তমানে তিনি নিয়মিত ইংরেজী দৈনিক একাদিক পত্রিকা পাঠ করতে দেখাযায়। 


১৯৮৩ ইংরেজীতে সিলেটের বরইকান্দির, সিলেট

বারের বিশিষ্ট আইনবীবি আব্দুল মুনিম শিপুর বড় বোন হোসনেআরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর ১ ছেলে ও ২ মেয়ে। ছেলে মেয়ে তিনোজনই যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট 

 এবং স্ব স্ব অবস্হানে রয়েছেন। 


প্রকৃত পক্ষে আব্দুল হান্নান উরফি মিয়া একজন মানবসেবক ও একজন প্রকৃত মানবকল্যাণে নিবেদিত প্রাণ। সারাটি জীবনই তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছেন। এবং বর্তমানে এ বয়সেও তিনি স্বদেশের গরীব ও অসহায়দের  কল্যাণে নিয়োজিত রয়েছেন। 

জীবনে এই সফলতার পিছনে তাঁর সহধর্মিণীর হোসনেআরার অবদান শীর্ষে বলে জানাজায় আর হোসনেআরা হচ্ছেন একজন গুণবর্তী নারী। 


শিক্ষা, চিকিৎসা, এতিম,  অসহায়দের ঘর তৈরী, টিউবওয়েল স্হাপন,  মসজিদ, মাদ্রাসা বিভিন্ন ভাবে  নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকাতে তাঁর সাধ্যমত কল্যাণকর কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। 


তিনি দুঃখীদের এক পরম  বন্ধু, অসহায়দের এক ঠিকানা ও নির্লোভ এক ব্যক্তিত্ব। নিজ স্বার্থ তাকে জীবনে  কাবু করতে পারেনা। এটাই তাঁর এক মহান আদর্শ। আর এই আদর্শ নিয়েই তিনি বেঁচে আছেন। 


বর্তমানে তিনি সাংবাদিক ও সাংবাদিকতার কল্যাণেও এগিয়ে এসেছেন। সেই জন্য বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও ক্লাবের উপদেষ্টা ইলিয়াস আহমদ রাজন তাকে ফুলেল অভিনন্দন জানিয়েছেন।


সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া টেংরা বার্তাকে জানান, জীবনে যতদিন মহান আল্লাহতালা আমাকে জীবিত রাখেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানবকল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। আর আমি মানবকল্যাণে যে কাজটি করবো সেই কাজের প্রতিদান আমি পৃথিবীতে চাইনা মহান রবের কাছে পরকালে চাই। তিনি বলেন, মহান আল্লাহতালা যদি আমার উপর খুশি হয়েযান আমার কাজের উপর তাহলে এটাই আমার আসল  প্রাপ্তি। 


তিনি বলেন, আমি মানুষ হিসাবে আমার ক্ষমতাবান অর্থাৎ সাধ্যমত অন্যের সুখ ও দুঃখে সহযোগীতা করা একান্তই কর্তব্য এবং এটা হচ্ছে একজন মানুষের পরম দায়িত্ব। 


তিনি বলেন, পৃথিবীতে শুধু নিজে ভোগ করলে হবেনা অন্যকেও  এই ভোগে  শরিক রাখতে হবে।

তিনি উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে আন্তুরিক শুভেচ্ছা জানিয়েছেন আজীবন দাতা সদস্য হিসাবে তাকে মনোনীত করায়।


আব্দুল হান্নান উরফি মিয়া যুক্তরাজ্যের একজন বিশিষ্ট সফল কমিউনিটি ব্যক্তিত্ব। তিনি মানচেষ্টার শাহ - জালাল মস্ক এন্ড ইসলামিক এডুকেশন সেন্টারের সাবেক ট্রেজারার। তা ছাড়া তিনি একাধারে ১২ বৎসর ওই মস্ক এন্ড সেন্টারের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।


তিনি মানচেষ্টার বাংলাদেশী এসোসিশনের সাবেক কার্যকরি কমিটির সদস্য, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটি ইউ'কের একজন  উপদেষ্টা, অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের উপদেষ্টা ছাড়াও আরো বিভিন্ন অর্গানাইজেশন এর সাথে তিনি  সংলিস্ট রয়েছেন।

Post a Comment

0 Comments