Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন বিশ্বনাথ পৌর বিএনপি'র উদ্যোগে | দৈনিক আলোচিত বিশ্বনাথ




বিশ্বনাথ প্রতিনিধি:


বিশ্বনাথ পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


৩০শে মে(শুক্রবার)বাদ সন্ধ্যা পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ওয়াহিদ।


এ সময় বক্তব্য রাখেন,পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক শাহজাহান, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল।


এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক নানু মিয়া, আয়না মিয়া, পৌর বিএনপি নেতা হেলাল উদ্দীন, ইমাম উদ্দিন, নানু মিয়া, জামাল উদ্দিন, শ্রমিক নেতা শানুর আলী, আব্দুস শহীদ, সিতাব আলী, সালেহ আহমদ, আব্দুল আহাদ, আরশ আলী, আমীর আলী, জাহাঙ্গীর, কৃষক দলের ইসহাক আলী, যুবদলের নাজমুল ইসলাম শিমুল, কবির আহমদ, সেবুল মিয়া, ছাত্রদলের আলামিন ১, আলামিন ২, শিপন মিয়া, সাঈদ আহমদ, রাহাত আহমদ, জিয়া উদ্দীন, হাসান আহমদ, মাসুম আহমদ, সাইদুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জাসাস নেতা আনোয়ার আলী, আমীর আলী, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, মাষ্টার আমীরুল হক, বাউল আজাদ আইভি, ছাত্রদলের আকরাম হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্য  ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৫৩ সালে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে।

৭১এর ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়া।

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র সেক্টরের। তার নামে গড়ে ওঠে জেড ফোর্স। ৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৫শে আগস্ট তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন।


৭৫ এর ৭ই নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ৭৭ সালের ২১শে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন তিনি। 


অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা,দেশ নায়ক তারেক রহমান ও এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ পুরান বাজারের মাছ হাটা মসজিদের নায়েবে ইমাম মাওলানা রুহুল আমিন।

Post a Comment

0 Comments