Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিশ্বনাথে হল পরিদর্শককে অব্যাহতি দায়িত্বে অবহেলার কারণে



বিশ্বনাথ প্রতিনিধি

দায়িত্বে অবহেলার কারণে সিলেটের বিশ্বনাথে চলমান এসএসসি পরীক্ষার ‘হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’ কেন্দ্রের ‘হল পরিদর্শক’ কবির মিয়াকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার কারণে তাকে হল পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত কবির মিয়া হচ্ছেন উপজেলার হাজী ইয়াসিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

পরীক্ষার হল পরিদর্শকের দায়িত্বে অবহেলার কারণে এসএসসি পরীক্ষার ‘হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’ কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি স্বীকার করেছেন ট্যাগ অফিসার কামরুল ইসলাম এবং পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রের সচিব ও জনকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিন।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, চলমান এসএসসি পরীক্ষার হলে দায়িত্ব অবহেলার কারেণ তাকে (কবির মিয়া) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Post a Comment

0 Comments