Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিশ্বনাথের গীতিকবি বাউল শাহ্ খোয়াজ মিয়া চলে গেলেন না ফেরার দেশে । দৈনিক আলোচিত বিশ্বনাথ

 



বিশ্বনাথ প্রতিনিধিঃ


অসংখ্য জনপ্রিয় গান ও গীতিকবিতার জনক সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য গীতিকবি ও সুরকার উপজেলার দৌলতপুর গ্রামের বাউল শাহ্ খোয়াজ মিয়া ইন্তেকাল করেছেন।


বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শাহ খোয়াজ মিয়া (৮৭) ইন্তেকাল করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। 


আগামীকাল ২৭ জুন সকাল ১০ ঘটিকায় মরহুমের নিজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন গীতিকবি শাহ খোয়াজ মিয়ার ছেলে জালাল মিয়া। 


গীতিকার খোয়াজ মিয়ার মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যাক্তিগত ভাবে শোক প্রকাশ করা হয়েছে। জনপ্রিয় এই রচয়িতা  বাউল খোয়াজ মিয়া বাংলা মরমী সাহিত্যের এক নিভৃতচারী, প্রচারবিমুখ কবি ও সাধক, যিনি বাউল গান ও সুফিবাদের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে শত শত আধ্যাত্মিক গান রচনা করেছেন। তাঁর গানে মানবতত্ত্ব, দেহতত্ত্ব, আত্মা-অন্বেষণ, প্রেম ও ভক্তিমূলক চেতনার প্রগাঢ় প্রকাশ পাওয়া যায়। তিনি কেবল গীতিকার নন তিনি একজন আধ্যাত্মিক সাধক, যাঁর জীবন হলো গানের মাধ্যমে অন্তর্জগতে পথ চলার এক অনন্য অভিযাত্রা।     

অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রয়েছে। এছাড়া  তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের শোকপ্রকাশ অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments