Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ১ম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন । দৈনিক আলোচিত বিশ্বনাথ


 


বিশ্বনাথ প্রতিনিধি:

মফস্বলে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের ব্যবসা বাণিজ্যে জড়িত থাকতে হবে। নৈতিকতা ধরে রাখতে হলে শুধু সাংবাদিকতার উপর নির্ভর থাকলে হবে না। সাংবাদিকতার মূল নীতি ও স্বচ্চ থাকতে হলে বৈধ ব্যবসা বাণিজ্য ও ইনকামের সাথে সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি বিনোদন ও সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত থেকে সমাজে এর উপকারীতা তুলে ধরতে হবে। সাংবাদিকদের বিনোদন ও সংস্কৃতি চর্চা একটি মাইলফলক। মন ও শারিরিক উৎফুল্লতার জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ স্থানীয় ভাবে খেলাধুলার আয়োজন করে সংস্কৃতির সম্প্রচার করেছেন যা, সমাজে অপরাধের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষের মাঝে এর চর্চা বাড়বে। এ দ্বারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।


মঙ্গলবার ( ১৭ জুন) বিকেলে বিশ্বনাথ পুরানবাজার  প্রাণসী রেষ্টুরেন্টে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব আয়োজিত ১ম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 


তিনি এসময় আরো বলেন, সাংবাদিকতা পেশায় বিশ্বনাথ তথা সিলেটের অনেক গুনীজনই স্বীয় কর্মের উজ্জ্বল স্বীকৃতি অর্জন করেছেন। এঁরা ইতিহাসে অমর। সেই ধারা অব্যাহত রেখেছে বর্তমান প্রজন্ম। বিগত স্বৈরাচারী সরকার পতনে ছাত্রজনতার আন্দোলনে জীবন দিয়ে প্রমাণ করে গেছেন সিলেটের শহীদ সাংবাদিক এ টি এম তুরাব। সাংবাদিকতায় সমৃদ্ধি হোক ইতিহাস  এবং গুণী সাংবাদিকদের পদাঙ্ক অনুস্মরণের উপর জোর দিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহিন উদ্দিন। সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব আয়োজিত ১ম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাই।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, বিশ্বনাথ সরকারী কলেজের প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রী গোবিন্দ মালাকার, বিশ্বনাথ থানার এস আই পান্না লাল দেব, বিশ্বনাথ ইনকিলাব সংসদ এর সভাপতি মোঃ মুছন আলী, পৌরসভা কৃষক দলের সভাপতি নুর আলী মেম্বার, অংলকারী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ বশির উদ্দিন, ফেমাস লেখক ফোরাম বিশ্বনাথ এর সভাপতি মোঃ এখলাছুর রহমান, প্রতিভাত সম্পাদক এম আলী হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী তৌফিকুর রহমান, বিজেপি নেতা এসএম রফিক আহমদ, ব্যাংকার মোঃ জসিম উদ্দিন, ইনকিলাব সংসদের প্রচার সম্পাদক জিলু মিয়া। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলতাব হুসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, বিশ্বনাথ বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস এ সাজু, মিডিয়া কর্মী আনোয়ার আলী, ইয়াসিন মির্জা, ইমরান আহমদ, বিজয় কর্মকার, ফেরদৌস হাসান নাইম, হাসান আহমদ, তানিম আহমদ, সাব্বির আহমদ অপু, সাকিল আহমদ, কামরান হুসেন প্রমুখ।

এসময় ক্বেরাত, গজল, কবিতা, লুডু, ক্যারাম,ব্যাটমিন্টন ও ফুটবল খেলায় অংশগ্রহনকারী সাংবাদিকদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Post a Comment

0 Comments