বিশ্বনাথ প্রতিনিধি
আওয়ামী লীগের তৈরী করা ‘গুম’ নামক কারাগারে বন্দি থাকা সিলেট-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ও গাড়ী চালক আনছার আলীকে ফিরে পাওয়ার দাবীতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল, পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এর আয়োজন করা হয়।
পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
পথসভা শেষে দারুল উলুম ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নূরুজ্জামান ও সাঈদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নূরুল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আমির উদ্দিন।
পথসভায় বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে আন্দোলন করায় জনতার নেতা এম. ইলিয়াস আলীকে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের তৈরী করা গুম নামক কারাগারে বন্দি করে। আজ প্রায় ১৭ বছরেও আমরা আমাদের প্রিয় নেতার সন্ধান পাচ্ছিনা। তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবী দ্রুত এম. ইলিয়াস আলী সন্ধান বের করা এবং অক্ষত অবস্থায় জনতার ইলিয়াস আলীকে, জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার।
দীর্ঘদিন আওয়ামী লীগ ও পুলিশ লীগ আমাদের উপর ব্যাপক নির্যাতন করেছে। এখন সময় এসেছে এর জবাব দেওয়ার। এজন্য আমাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, উপজেলা শ্রমিক দল নেতা মাসুক আহমদ, মংলা মিয়া, আব্দুল আহাদ, শহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, সদস্য সচিব শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাহান আহমদ, আব্দুল মুমিন, সদস্য মখবুল হোসেন, কবি এসপি সেবু, আব্দুল হান্নান, তাজেখ আলী, জজ মিয়া, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব আবুল কালাম, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, অলংকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান আতিক, যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ শাওন, সদস্য সচিব নূর আলী, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন খান, সদস্য সচিব শামীম আহমদ, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামুল আলী, দেওকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব সাধন চন্দ, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, সদস্য সচিব মাজলু মিয়া, উপজেলা জাসাসের সাবেক আহবায়ক নিজাম উদ্দিন, জাহান আলী, ছাত্রদল নেতা আব্দুর রহমান, আলী মাছুম সোহাগ, রায়হান প্রমুখ নেতৃবৃন্দ।
0 Comments