Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু হয়েছে বিশ্বনাথে । দৈনিক আলোচিত বিশ্বনাথ





বিশ্বনাথ প্রতিনিধি


সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে ওই রথযাত্রা মহোৎসব শুরু হয়। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে সম্পন্ন হবে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’। 

ওই মহোৎসবকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।


বিশ্বনাথ পৌর শহরে জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গন থেকে ‘জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ’র উদ্যোগে ৪র্থ বারের মতো ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ পালন শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে বিপুল সংখ্যাক সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে অনুষ্ঠিত রথযাত্রার রথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


এছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে ও খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ পালন করা হয়েছে।


রথযাত্রার রথ পরিক্রমাকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. হিতাংশু শেখর রায়, বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে প্রমুখ নেতৃবৃন্দ।


এছাড়া ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ও বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘শ্রীশ্রী শনি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান’ উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।


শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি মলয় সোম চৌধুরী ও সংগঠক একান্ত তালুকদার তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে। বক্তব্য রাখেন শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি বিজয় দেব, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার।

Post a Comment

0 Comments