Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

তিন দফা দাবীতে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্ম বিরতি পালন | দৈনিক আলোচিত বিশ্বনাথ





বিশ্বনাথ প্রতিনিধি

সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ মে) ‘পূর্ণ দিবস কর্ম বিরতি’ কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘১১তম গ্রেডে বেতন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি’ ওই ৩ দফা দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন প্রাথমিকের শিক্ষকরা।


এর পূর্বে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র ব্যানারে গত ৫-১৫ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে ১ ঘণ্টা করে কর্ম বিরতি, ১৬-২০ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে ২ ঘণ্টা করে কর্ম বিরতি এবং ২১-২৫ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে অর্ধ দিবসে কর্ম বিরতি পালন করেছেন প্রাথমিকের শিক্ষকরা।


এদিকে, প্রাথমিক শিক্ষকরা কর্ম বিরতি পালনে থাকলেও তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। আর বিদ্যালয়ে গিয়ে পড়া-লেখা না হওয়ার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে।


প্রাাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে সারা দেশে প্রায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।


এব্যাপারে বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুবের সাথে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Post a Comment

0 Comments