Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খ্যতিমান সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ মাকরাম আলী আফরোজ ডিএল ডেপুটি লুটেনেন্ট এর মানবিক দান

 



মানবতার কল্যাণে নিবেদিত স্বদেশ প্রেমিক মাকরাম আলী আফরোজ ডিএল ডেপুটি লুটেনেন্ট। উনার কথায় ও কাজে প্রমাণিত হয়েছে নেই কোনো অমিল উনার জীবন চরিত্রে। 


তিনি বিশ্বনাথের এক কৃতি সন্তান। প্রবাসেও রয়েছে যার অশেষ খ্যাতি। জন্মভূমির প্রতির অকৃত্রিম ভালবাসার নির্দশন রয়েছে তাঁর জীবনে। 


দোয়ারাবাজার এক অসহায় মহিলার দীর্ঘ দিনের এক দাবী  তিনি তাঁর নিজস্ব তহবিল থেকে বাস্তবায়ন করেন সেই দাবীটি।


দাবীটি হচ্ছে একটি নরমাল টিউবওয়েল। টিউবওয়েলের অভাবে ওই অসহায় মহিলাটির দুর্ভোগের সীমা ছিলনা। স্হানীয় অনেকের কাছে মহিলাটি  টিউবওয়েলের জন্য দাবী জানান কিন্তু দাবীটি পূরণ হয় নাই। একটি মাধ্যমে দাবীটি মাকরাম আলী আফরোজের কাছে উত্তাপিত হলে সাথে মাথে তিনি তা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। 


দাবী আদায় শেষে ওই অসহায় মহিলা শুধু কাঁদতে থাকে  এবং তাঁর স্বামী ও বাঁচ্চাকে  নিয়ে  মহান আল্লাহতালার শুকরিয়া আদায় করে এবং মাকরাম আলী আফরোজের দীর্ঘ নেক হায়াত, তাঁর সুস্হতা ও তাঁর পরিবার পরিজনের জন্য রাব্বুল আল আমীনের দরবারে প্রার্থনা করেন।


মুহাম্মদ মাকারাম আলী আফরোজ সিলেটের বিশ্বনাথের সাবেক (অলংকারি ইউনিয়ন) বর্তমান বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের শিমুলতলা গ্রামের তালুকদার বাড়ীতে ১৯৬৫ ইংরেজীতে জন্ম গ্রহণ করেন। 


স্বদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করেন সবসময়।  তিনি স্বদেশে এবং প্রবাসে একাদিক মানবিক ও  সামাজিক  সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।


তিনি বিশ্বনাথ এইড ইউ'কের জীবন সদস্য,  বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্ট ইউ'কের ট্রাষ্টি, বিশ্বনাথ ইউনিয়ন প্রবাসী ট্রাষ্টের ট্রাষ্টি, বিশ্বনাথ ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ট্রাষ্টি, হজরত শাহজালাল মস্ক সুইনটন ইউ'কের ফাউন্ডার, ল্যান্ড ডুনার জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট এর ফাউন্ডার ট্রাষ্টি, বাংলাদেশ ফিমেল একাডেমি দিরাই, সুনামগঞ্জ এর ফাউন্ডার ট্রাষ্টি, FORMAN  জেনারেল সেন্টার বাংলাদেশ এসোসিয়েশন সুইনটন এর এরিয়া Wiltshire uk, সাউথ রিজন গ্রেটার সিলেট, অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউ'কের সাবেক প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি,  বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের সাবেক কালচ্যারাল ও সহকারি সেক্রেটারি।

Post a Comment

0 Comments