Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিশ্বনাথে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী




বিশ্বনাথ প্রতিনিধি:

‘মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পৃথক পৃথকভাবে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমিকদের অধিকার আদায় ও যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার’ দাবীতে বৃহস্পতিবার (১ মে) ওই দুই সংগঠনের উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর শহরের নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের সামন থেকে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও ১২টার দিকে নতুন বাজার এলাকাস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে উপজেলা শ্রমিক দলের র‌্যালী দুটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে প্রবাসী চত্বরে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও বাসিয়া সেতুর উপর উপজেলা শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু’র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মজলিশের সূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমির মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর  আমীর এইচ এম আক্তার ফারুক, সেক্রেটারী জাহেদুর রহমান।

শ্রমিক দল নেতা কুতুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। এসময় র‌্যালী-সমাবেশগুলোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments