বিশ্বনাথ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট- ২ নং সংসদীয় আসন (বিশ্বনাথ - ওসমানীনগর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, দেশে যে পরিবর্তন এসেছে অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,
তবে কিছু সংস্কার ছাড়া নির্বাচন সম্পন্ন সঠিক হবেনা।
দেশের জনগণ যাতে আর নির্যাতিত ও হয়রানির শিকার না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
তিনি শুক্রবার (১১ এপ্রিল ) বিকেলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পনাউল্লাহ বাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মকবুল হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, নায়েবে আমীর আব্দুস ছোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, প্রচার মিডিয়া সেক্রেটারি হাফিজ মুহাম্মদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর মনসুর আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীর সেলিম জাহান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ, অলংকারী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রাবেল আহমদ, ইউনিয়ন টিম সদস্য আশরাফুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুর রহমান, ৪ নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হানিফ আলী, টিম সদস্য মাওলানা মাসুক আহমদ, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বশির উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি ফরিদ আহমদ, ১ নং ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মাসুক আহমদ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন জামায়াতসহ ইসলামী ছাত্র শিবির ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 Comments