Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন এস.এ. সাজু


স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ বার্তা’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন এস.এ. সাজু। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্বনাথ বার্তা'র অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তা'র ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহিন উদ্দিন এর হাত থেকে তিনি পরিচয়পত্র গ্রহণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু, ও মিডিয়া কর্মী বিজয় কর্মকার।


অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নবনিযুক্ত রিপোর্টারকে শুভকামনা জানান এবং পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।


নবনিযুক্ত স্টাফ রিপোর্টার এস.এ. সাজু বলেন, গণমাধ্যমের একজন কর্মী হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করবো। বিশ্বনাথ বার্তা’র সঙ্গে থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বনাথ বার্তার বার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম মোসাদ্দিক হোসেন সাজুল সাহেবের আত্মার মাগফেরাত কামনা করছি এবং বর্তমান সম্পাদক ও প্রকাশক ইলিয়াস আহমদ রাজন ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে এই দায়িত্বে নিয়োজিত করেছেন।

Post a Comment

0 Comments