Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মাছের ফিশারি থেকে ভাসমান অবস্থায় উ'দ্ধা'র করা হলো কেয়ারটেকার শাওন আহমদের লা'শ


বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মালিকানাধীন মাছ চাষের পুকুর থেকে শাওন আহমদ (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শাওনের মরদেহ দেখতে পান তার বড় ভাই সাজন আহমদ। পরে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শাওনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাওন সিলেটের বিশ্বনাথ উপজেলার চরচন্ডি গ্রামের মাসুক আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে শাওন ও তার ভাই সাজন প্রবাসী রহমত আলীর ফিসারীতে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে কাজ করতে গিয়ে হঠাৎ করে পুকুরে ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে হতবাক হয়ে যান সাজন। পরে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শাওনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, শাওনের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Post a Comment

0 Comments